শীত এসেছে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈
শীত এসেছে, প্রকৃতির গায়ে অমৃত ছন্দ কুয়াশা,
গভীর রজনী নেমে এলো হাতে লয়ে ভালোবাসা।
শীত নামিল অকূল তিমিরে যেন নিবিড় সেই সুরে,
এ যেন আনন্দ বাণী হিমেল বাতাস তুমি কত দূরে।
শীতের আনন্দ যেন হৃদয় ছুঁয়েছে আজি বাহিরে,
এ যেন নির্মল ভালোবাসা তোমারি প্রাণে অন্তরে।
সুধাসিন্ধুপানে, শীত যেন ভালোবাসারও কথা কয়,
শীত আসলে যেন মনের মাঝে অন্য রকম মনে হয়।
যেন নতুন একটা আলোকের ছবি, মনের কুঞ্জবনে,
ভুবন তলে শীত এসেছে আনন্দের ছন্দ আজি মনে।
জাগো শীতের পূর্ণিমা জাগো আজি ওই পুষ্পের ঘ্রাণে,
চির দিবসের গল্প শীত, পুষ্প দিয়ে যায় এই মনে প্রাণে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

