প্রিয় অভিমান

-মো.ফজলুল হক খান কামাল

∞∞∞∞∞∞∞∞

যতদিন থাকবে দেহে প্রাণ

মৌবনে আসতে পারবে কি শ্মশান?

সাঁ সাঁ শব্দ চলে যাবে তোমার

যেদিন ভাঙাবে প্রিয় অভিমান!

তোমার স্বজাতি এক ছোট্ট কবিরাজ

একদা বলেছে তারে সঙ্গোপনে,

তুমি নাকি দাওয়াই আনতে

পাঠিয়েছিলে দুর্গা দিদির বাগানে?

ছোটখাটো দুর্বল জায়গার সন্ধান

ঘুরেফিরে কেন জানান দেয় পেয়াদা?

কলিজায় স্থান দেওয়া পাখিটাই

দুই জনমের কাঙ্ক্ষিত বসুধা!!

যতই বলুক কেন্দ্রটা ভালো না

ততই কাছে ডাকে তৃষ্ণার মোহনা,

এ যেনো শত জনমের প্রত্যাশা

লাখো জনমের সাধনা-

বুঝে না সারথি, বুঝে না চন্দ্রমল্লিকা

হীরার চেয়েও দামি সেই নীহারিকা!

আসে যদি স্বেচ্ছায় হৃদয়ের বৃন্দাবনে

পরম মমতায় আগলিয়ে রাখবে জনমে জনমে।।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ৩০.০৬.১৯৭০

পিতা: মো. নূর নবী খান, মাতা: আয়েশা আক্তার

গ্রাম : চক নগুয়া, পো:+উপজেলা-ফুলপুর(২২৫০)

জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ

প্রকাশিত কাব্যগ্রন্থ: ১.নবজন্মে তুমি ২.সময়ের স্রোতে

পেশা: সরকারি চাকরি

পদবী :স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক

স্বাস্থ্য বিভাগ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*