প্রথম দেখা
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼
গানের আসরে আনন্দ বাসরে
তোমায় প্রথম দেখাতে
প্রেমের আবেশ করেছে প্রবেশ
আমার হৃদয় রেখাতে।
তোমার ছবিতা প্রেমের কবিতা
লিখেছি বিচিত্র কথায়
গানের ধারায় হৃদয় হারায়
মনের বিরহ ব্যথায়।
আমার হৃদয় হয়নি উদয়
তোমার মনের আকাশে
প্রেমের আশায় রয়েছি নেশায়
বিরহ প্রাণের সকাশে।
প্রেমের খাতায় মনের পাতায়
লিখেছি তোমার নামটা
দেখেছি হেথায় রয়েছো কোথায়
জানতে পারিনি ধামটা।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি দক্ষিণ জলদি, ৮নং ওয়ার্ড বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক কবির এটাই কাম্য।

