ব্যর্থ জীবনের কাহিনী

-সুজিত ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼

জীবনের পাতায় পাতায় অজস্র দাগ টেনে,

আমি লিখেছি স্বপ্ন ভাঙা কলমে, নীরব বেদনায় গেঁথে।

হাসির পেছনে লুকানো কত শত কান্না,

কেউ বোঝে না, শুধু রাত জানে আমার কান্না।

চেয়েছিলাম সূর্য হতে, আলো ছড়াতে দূরে,

হয়েছি ছায়া নিঃশব্দে, নিজেকেই হারিয়ে ঘুরে।

সাফল্যের সিঁড়ি উঠতে গিয়ে হোঁচট খাই প্রতিক্ষণ,

প্রতিটি পদক্ষেপ যেন মাপা হয়েছে বঞ্চনায়, ব্যথার অনুক্ষণ।

বন্ধুরা চলে গেছে, সান্ত্বনা মেলেনি কোথাও,

ভালোবাসার নামে পেলাম শুধু প্রতারণার ছায়া।

বুকে জমে থাকা আশার ফুল শুকিয়ে গেছে ধীরে,

জীবনটা রয়ে গেল এক অসমাপ্ত কবিতার ঘিরে।

অন্ধকারে বসে ভাবি—ভুলটা কোথায় হলো?

নাকি ভাগ্যের খেলা এমন—সবই মিছে চললো।

চেষ্টা করেছি, তবু কিছুই ঠিকঠাক হয়নি,

প্রতিদিন একটু করে আমি নিজেকেই হারিয়েছি, কেউ জানে নি।

চোখে জল এসে যায়, তবু দেখাই হাসি,

মনটা কাঁদে নিঃশব্দে, কেউ বোঝে না কত ভালোবাসি।

একদিন ভেবেছিলাম স্বপ্নই জীবন,

আজ বুঝি — জীবন মানে হারানো স্বপ্নের নির্জন বন।

তবুও হাল ছাড়িনি, দাঁড়িয়ে আছি একা,

যেন পোড়া মাটির উপর গজিয়ে ওঠা এক ছোট্ট রেখা।

ব্যর্থতা আমায় ভেঙেছে, আবার গড়েছে নতুন করে,

হয়তো এই ব্যর্থ জীবনই শেখায় বাঁচতে ধীরে ধীরে।

আজও আকাশ দেখি, কিন্তু ডানা মেলি না,

কারণ জানি—সব স্বপ্নই উড়ে যায়, কেউ ফিরে আসে না।

তবু অন্তরে আগুন জ্বলে, আশা মরে না কোনোদিন,

কারণ ব্যর্থ জীবনের কাহিনীও এক নিঃশব্দ বিজয়ীন।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি: 

সুজিত ঘোষ, নাটোর জেলার সদর উপজেলায় বসবাস করেন।মনের খোরাক মেটাতে শখের বসেই লেখালেখি করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*