এমন যদি হতো
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞
ভাবতে লাগে ভালো,এমন যদি হতো
দূর সাগরে ভাসছে উদার
বিজ্ঞানীদের স্টেশনের আলো!
এমন যদি হতো,
সেখান থেকে দূর সাগরে, অতল গভীরে
ভয় ভেঙে সব আনছে মানিক, মুক্তা জহরত।
অজানাকে জানতে নতুন, জানব নতুন করে
পাতাল পুরে পাতাল খুরে আনবে মানব দানব ধরে,
অচিন নতুন উড়বে কেতন সাগর জয়ের গান।
এমন যদি হতো,
আছরে পড়া ঢেউয়ের ঝুটি শক্ত হাতে ধরে
ছুটছে মানুষ ভয় ভেঙে সব সাগর জলের অতল তলে
মারিয়ানা ট্রেঞ্চ-বারমুডাতে।
এমন যদি হতো,
বারমুডাতে আছে দানব এমন ভুয়া কথা
এমন কথার ভিত্তি নেই জানতে বড় আশা।
সাবমেরিন এক জয়ের আলো অনেক পুরাতন,
নতুন কিছু আসতো যদি সাগর তলে পাহাড় ভেঙে
সাগর ফুরে উঠতো যদি অপর পাড়ে নতুন জলযান।
এমন যদি হতো
বদলে গেছে সাগর জয়ের হতাশা-অবসান,
পাহাড় সমান ঢেউ ধরে সব ঢেউয়ের শাড়ি ফুঁড়ে
চলছে ছুটে অভিযানে নবীন কোন বিজ্ঞানীদের দল!
এমন যদি হতো
ভীষণ আশায় বাঁধছি বুক দেখতে পাব আলো,
দেখতে পাবো সাগর জয়ের জয়ধ্বনি
কাল সকালে যেন।
আসছে সময় ভাসছে ধ্বনি আকাশ জয়ের সাথে
বিশাল সাগর উথলে উঠে প্রণাম করে পায়ে,
বলবে মানব শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ তোমার জনম।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং , ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ৫ ভাই,৩ বোন, কবি সপ্তম। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, কবি যখন চতুর্থ শ্রেণীতে তিনি সে সময় অসমাপ্ত একটি ইসলামিক গজল লিখেন। শৈশবের অনেকটা সময় রাজশাহীতে কেটেছে, পূর্বে যে পত্রিকা গুলোতে নিয়মিত লিখতেন:-দৈনিক সানসাইন রাজশাহী। দৈনিক উত্তরা, সংজ্ঞা দিনাজপুর। সাপ্তাহিক জনরব, আলপনা সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী ঠাকুরগাঁও। প্রিয়তমেষু, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন, ঢাকা। বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতা দিনাজপুর। কাব্যগ্রন্থ আলো ছায়া, বইমেলা ২০২৫ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। একক কাব্যগ্রন্থ লাল ঘুড়ি নীল মণ ও সময়ের রং ২০২৬ বই মেলাতে থাকছে ইনশাল্লাহ। স্থায়ী নিবাস জেলা সদর ঠাকুরগাঁও।

