অতিথি
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼
পৃথিবীর বুকে কিছু ভালোবাসা
আজও রয়েছে অধরা
হিংসা বিদ্বেষী মনোভাব নিয়ে
ক্ষণিকের অতিথি মোরা।
এই ভবের হাটের খেলাঘরে
মোরা কাটাই সারাবেলা
দুই দিনের পরিচিত দুদিনের
সুখ সাগরের ভেলা।
অচেনা অতিথি যখন তখন
আসে হৃদয়ের ঘরে
তারে লয়ে ব্যাকুল হৃদয়ে
বেদনার ডালি ঝরে ।
ক্ষণিকের অতিথি সবার মনে
জাগায় নিবিড় দোলা
অতিথি চলে গেলে মনের শূন্য
ঘর যায় না কভু ভোলা ।।
∼∼∼∼∼∼∼∼
:কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার
বাসিন্দা আমি। ওখানেই লেখাপড়া স্কুল কলেজ
খেলাধুলা নাচ গান বড় হয়ে ওঠা। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

