বিচিত্র সুন্দরবন
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈≈
সুন্দরবনের সুন্দরী গাছ চক্ষু জুড়ায় দেখে
কী অপরূপ পাতার বাহার কান্ড সব বেঁকে,
সুন্দরবনের সৃষ্টি হলো কোন মহিমার দ্বারা
আবিষ্কারের নানান পুঁথি লিখল ভেবে কারা ?
‘রয়েল বেঙ্গল টাইগার’ খ্যাত ত্রস্ত সুন্দরবন
তার ভয়েতে হরিণ, শূকর সজাগ সারাক্ষণ,
তারই ফাঁকে লোলুপ দৃষ্টি হিংস্র বাঘের হানা
জীবজন্তু, মানুষ দেখলে শিকারে নেই মানা l
ডাঙায় বাঘ, জলে কুমির, সুন্দরবনের সৃষ্টি
জলে জঙ্গলে ঘেরা দ্বীপ এই যে রূপের কৃষ্টি l
মৌমাছিদের আবাসস্থল, মৌচাক যে ডালে,
লোকবসতি দ্বীপের মানুষ কাষ্ঠ,মধু’র তালে —
নিত্য করে যাওয়া আসা গভীর বনের মাঝে,
পেটের দায়ে জীবন মৃত্যু – ভৃত্য করে কাজে l
সহস্র জেলে নৌকা বেয়ে খাঁড়ির মধ্যে ঢুকে
রোজই ধরে কাঁকড়া মাছ, সাহস ভরা বুকে,
আয়ের উৎস শূন্য হেথা মানুষগুলোর হাতে
লড়াই করে বেঁচে থাকে কুমির বাঘের সাথে l
একটু নজর এড়ালে যে কুমির বাঘের খাদ্য,
রক্ষা কেহ করবে না ভাই, মৃত্যু তাদের বাধ্য ;
ভাগ্য ফেরে কেউবা বাঁচে ভীষণ লড়াই করে
কুমির কামড়, বাঘের হানা ছিন্ন দেহের পরে !
জলে জঙ্গলে ঘেরা দ্বীপ, তারই মধ্যে খাঁড়ি,
কোথাও নেই লোকবসতি বন সীমানা ছাড়ি —
গঙ্গা, পদ্মা, রায়মঙ্গল, মেঘনা, মাতলা নদী,
জোয়ার ভাটায় বইছে সদা অসীম নীরবধি l
হেঁতাল,গরাণ, ছৈলা, ওঝা, গেঁও বৃক্ষে ভরা
কাঁকরা,আমুর,ঝানা,খলসি বনের রূপ গড়া,
‘সজনেখালি,ঘোড়ামারা,দ্বীপ যে সারি সারি
পাথরপ্রতিমা,কংকরমারি, জনবসতি ভারি l’
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

