কথা আজ ভুলিয়াছে নিজস্বতা
-পীতবাস মণ্ডল
∞∞∞∞∞∞∞
কথা ছিল— মানুষের বেশে
মানুষ হয়ে জীবন রচিব নিষ্ঠায় ,
কথা শুধু কথাই রহিয়া গেল !
মানুষ হওয়া হইল না মোহ মায়ায় ।
কথা ছিল— লভিয়া জনম
মানুষ নামের রাখিব যোগ্য সম্মান ,
কথা রাখা হইল কই আর !
অহংবোধে হারাইলাম জাতির মান ।
কথা ছিল— হইবে না ভুল
সৃষ্টি সুন্দরের মাঝে রহিব অগ্ৰগন্য ,
কথা শুধু রহিল কথার কথায় !
শ্রেষ্ঠ হইয়াও রহিলাম সেই হীনমন্য ।
কথা ছিল— কথা রাখিবার
কভু হইবো না মনুষ্যত্বের অবাধ্য ,
কথা কিছুই কথা নাহি আর !
লোলুপ এ কাঠামো অতিশয় দুর্বোধ্য ।
কথা ছিল— হইয়া সাকার
কুৎসিত রুচিবোধ করিবো বিসর্জন ,
কথা আজ ভুলিয়াছে নিজস্বতা !
আদিমতা তেজিলেও উৎকৃষ্ট নাহি মন ।
কথা ছিল— মানুষ হইয়া
সৃষ্টিকর্তার প্রতি নুইয়ে মস্তক গাহিব সুনাম ,
কথা শুধু খেয়ালী খেলাপে মগন !
স্বার্থের বশ্যতায় শুধু লভিলাম দুর্নাম ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল, মাতা মালতি মণ্ডল। গ্ৰাঃ+ পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা জেলার । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

