কৌশল্যা ন্যায়ের জননী
-ড. মনোরঞ্জন দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
অযোধ্যার আকাশে নিঃশব্দ জ্যোতি,
কৌশল্যার চোখে মমতার প্রভাতী।
রামের বনবাস, হৃদয়ে ক্ষয়,
তবু ন্যায়ের আগুনে দৃপ্ত সেই জয়।
রাজসভা নীরব, বেদনার স্রোত,
তবু মায়ের বুকে অটল ন্যায়ের মত।
কৈকেয়ীর ছলে রাজ সংসার ভাঙে,
তবু কৌশল্যা ধৈর্যে আলোর গাঁথে।
দুঃখের প্রদীপে দীপ্ত সেই মন,
ভালোবাসায় গড়ে ন্যায়ের জীবন।
রাম চলে যায়— নীরব অরণ্যে,
মায়ের প্রার্থনা বাজে শোণিত রঙ্গে।
অন্যায়ে তিনি উচ্চ নন বাক্যে,
নীরবতায় জ্বালেন শক্তির শিখায়।
ক্ষমায় ভরা তাঁর মানবতা,
ন্যায়ই তাঁর চিরস্মৃতি দেবতা।
রাত্রির শেষে ভোরের গান,
তাঁর ত্যাগে জাগে প্রাণের মান।
কৌশল্যা শেখায়— সত্যের ধ্বনি,
মায়ের বুকে জাগে ন্যায়ের জননী।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
ড. মনোরঞ্জন দাস, দর্শন শাস্ত্রের একজন অধ্যাপক, পশ্চিম বছর বেশি সময় মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত, কবি বর্তমানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়ায় একজন স্থানী অধ্যক্ষ। তিনি বিভিন্ন গবেষণাধর্মী সেমিনারে বক্তা , শ্রোতা, গবেষণা পত্র পাঠ ও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণামূলক লেখার সাতে যুক্ত। সাহিত্যকর্ম নেশা, সখও।

