আউলা মনে বাউলা বাতাস
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
∼∼∼∼∼∼∼∼∼
আউলা মনে বাউলা বাতাস
যখন মনে বয়,
দিক বিদিক থাকে না’ কো হুঁশ
কখন যে কি কয়।
হৃদয়ে দোলে সুরের মূর্চ্ছনা
সুরেলা তাল লয়,
সবকিছুই লাগে খুব ভালো
জ্বলে মনে বলয়।
সবার কাছে মন ছুটে যায়
পেতে চায় আশ্রয়,
এলোপাতাড়ি ছুটাছুটি করে
লোকে পাগল কয়।
পাগল পাগল বলে সবাই
মুলে পাগল নয়,
পাগলা ঘোড়ার পাগলামিটা
যে বুঝে নিতে হয়।
খুশ মেজাজে খুশির খবর
বললে কতিপয়,
খারাপ মানুষ ভালো হইতে
লাগে নারে সময়।।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।।

