সবাই রাজাধিরাজ

-অরুণ কুমার মহাপাত্র

∞∞∞∞∞∞∞∞

কি হবে খুঁজে ধ্রুপদী শিল্পের

ফোটা ফুলের ঘ্রাণ…

আজ তো সবকিছুই ম্লান…

আমরা হারিয়েছি আমাদের

পিছুটান…

আমাদের কল্পছটায় যা ছিল

এতদিন সঙ্গোপনে , সে স্বপ্ন আজ

হেঁটে চলে সহস্র যোজন… ।

আমাদের পলল জমিনে আজ

নিষিক্ত আগুন ।

হারিয়ে যাচ্ছে পদাবলী , গল্পকথা

আর আছে যত আখ্যান…

আমাদের নেই আর কোন কাজ ,

আমরা ঘুমের রাজ্যে সবাই

রাজাধিরাজ… ।

∞∞∞∞∞∞∞∞

পরিচিতি ঃ

অরুণ কুমার মহাপাত্র জন্ম ঃ ৬ ই ফেব্রুয়ারী , ১৯৫১, বাসস্থান ঃ গ্রাম/পোঃ — শাসড়া, থানা – গোপীবল্লভপুর, জেলা – ঝাড়গ্রাম পিন – ৭২১৫০৬ শিক্ষা ঃ ‌ বিজ্ঞানে স্নাতক (কোলকাতা) সখ ঃ লেখালেখি , কবিতা , প্রবন্ধ ইত্যাদি সখের যাত্রাপালার অভিনয় ।

কাব্যগ্রন্থ ঃ ‌‌ চলো নদীর কাছে যাই , মন তরঙ্গের ঊর্মিমালা , অরুণ আলোয় , অক্ষরভাঙা সময় , সারা গাঁয়ে ফুসুর ফাসুর ( সুবর্ণ রৈখিক বাংলায় ) বুঢ়া বইসের কেঁদরা , ( সুবর্ণ রৈখিক বাংলায় )

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*