প্রথম পাঠশালা
-উদয় পদ বর্মন
∼∼∼∼∼∼∼∼∼∼∼
জীবনের সেই প্রথম পাঠশালা
এখনো নীরবে পাঠ নিয়ে চলেছি
যার নেই কোনো বিকল্প।
এ পাঠশালা নবচেতনার উন্মেষ
এ হলো একেবারে অবৈতনিক
তাইতো সব শিক্ষায় গোগ্রাসে গিলি।
এ শুধু পুঁথিগত বিদ্যার্জন নয়
এখানে সামাজিক,চারিত্রিক গঠন
সবই যেন একদম ফ্রি।
এ পাঠশালায় নেই কোনো প্রতিযোগিতা
শুধু আছে স্নেহ-ভালোবাসা
আর সকলের ঐকান্তিক সহযোগিতা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
কবি উদয় পদ বর্মন। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

