স্বপ্ন

-শামীম নওরোজ

⇔⇔⇔⇔⇔⇔⇔

বিগত রাতগুলো কোথাও নেই

বিগত দিনগুলো কোথাও নেই

গোরস্থান থেকে ফিরে আসছে জ্বীন

শ্মশান থেকে ফিরে আসছে ভূত

সবকিছু স্বপ্নের মতো

পূর্ণিমা জোছনাকে চেনে না

জোছনা ভুলে গেছে চাঁদের পরিচয়

সবকিছু এলোমেলো

অন্ধকারে হারিয়ে যাচ্ছে স্বপ্নের গলুই

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

কবি ও প্রাবন্ধিক। কাব্যগ্রন্থের সংখ্যা ০৭ টি। প্রবন্ধগ্রন্থের সংখ্যা ০২ টি। সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি মাহতাবউদ্দিন কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*