প্রত্যাশার মায়া

-“শ্রী” (শ্রীজিতা নাহা চক্রবর্তী)

♥♥♥♥♥♥♥♥♥

ভুল মানুষের দোরে যদি করো প্রত্যাশা,

ফিরে আসে শুধু শূন্যতা আর অন্তহীন হতাশা।

যেখানে তোমার সময় মূল্যহীন

যার মননে তোমার উপস্থিতি ক্ষীণ

সেখানে করোনা নিবেদন।

আবেগের নদী বইয়ে দিও সেই মাটির টানে,

যে মাটি জানে তার গুরুত্ব, বাঁধে সম্মানে।

অমূল্য হৃদয়, তারে ছেড়ো না, সস্তা হাসির ভিড়ে,

বোঝো কোথায় বাঁধতে হবে তাকে সুখের ছোট্ট নীড়ে।

দমকা হাওয়া, জীবনকে ক্ষণিকের তরে কাঁপায়,

এলোমেলো করে দিয়ে ঠুনকো শান্তির মায়া দেখায়।

কিন্তু জেনে রাখো-

তা কেবলই ভঙ্গুর কাঁচের খেলা,

যা মুহূর্তের পর বিলীন হয়, ধোঁয়াশা হবে বেলা।

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি:-

শ্রীজিতা নাহা চক্রবর্তী, ১৯৮৩ সালে ২১শে ফেব্রুয়ারি, কলকাতার দমদম – এ জন্ম। ২০০৭ সালে কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ। পেশাগত ভাবে সমাজতত্বের অধ্যাপিকা। বিগত ১৬বছর ধরে এই কর্মে নিযুক্ত। মনের ভাব ও সমাজ জীবনের নানান অভিজ্ঞতার সঞ্চার থেকে আমার লেখার উৎপত্তি। কবিতা আমার মনের খাতার বহিঃপ্রকাশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*