দৃষ্টিছেদী পাখির চোখ
-সামজিদা খাতুন
∞∞∞∞∞∞∞∞
বাতাস উড়ে উড়ে যায় মেঘের দেশে ;
খেচর সাথী।
লুকোচুরি অর্থহীন !
বৃষ্টি নিম্নগামী
জলচর অনেকটা দূরে —
দৃষ্টির ভেতরে আবার বাইরে।
সমান ও বিপরীত প্রতিক্রিয়া অচল ।
দৃষ্টির দেশে আস্ত পেঁয়াজ !
দৃষ্টিভেদী পাখির চোখ দৃষ্টিছেদী চারোলিতে।
পিনকন বাংলা নম্বর ওয়ানের কর্ক স্বতঃস্ফূর্ত
গান্ডীব ধনু বিমূর্ত
দ্রোণাচার্যের চোখ ও প্রতীকে !
পাখির চোখের শ্যেন দৃষ্টি দেওয়াল ফাটা গাছে ।
দৃষ্টিভেদী দৃষ্টিছেদনের রোপনে।।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি সামজিদা খাতুনের জন্ম মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া থানার গোবিন্দপুর গ্রামের এক উচ্চমধ্যবিত্ত শিক্ষানুরাগী পরিবারে। পিতা আব্দুর রাজ্জাক মন্ডল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।মাতা আজিবা বিবি গৃহবধু।কবি শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।নাচ, গান, কবিতা আবৃত্তি, অঙ্কন প্রভৃতি বিষয়ের প্রতি অত্যন্ত আগ্রহী।আর সেই আগ্রহই তাকে লেখার কাজে অনুপ্রেরণা দেয় সর্বদা।কবি সামজিদা খাতুনের শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড। বর্তমানেও ডাবল এম এ করছেন। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা পেশায় নিয়োজিত। ইতিমধ্যেই চারটি একক বই প্রকাশিত হয়েছে।১) জীবন ও প্রত্যাশা ২ সমাজ আঙিনায় ৩) কবিতাবাড়ি ও ৪) সুরে সুরে বাঁধি ( গানের বই) । পেয়েছেন চাতক অনন্য নারী ২০২৩ সম্মান , বঙ্গীয় নারী প্রতিভা সম্মান –২০২৪ , হাজার দুয়ারী সাহিত্য সম্মান ২০২৪ ও ২০২৫ । এছাড়াও নতুন গতি সম্বর্ধনা ২০২৪ । পেয়েছেন আদর্শ শিক্ষিকা সম্মান -২০২৪ । লেখালেখির পাশাপাশি সাধ্যমত চেষ্টা করেন সামাজিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের । কবির বিশ্বাস ‘ সুস্থ যৌথ পরিবার সুন্দর সমাজের জন্ম দিতে পারে।’

