নামাজ
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈
আয়রে আয় মুমিন মুসলমান,
জামাতে আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ।
আল্লাহ্’র সান্নিধ্য লাভের শান,
সকল ইবাদতের উত্তম মাধ্যম এই নামাজ।
পড়োরে শবে বরাত শবে কদর,
পড়ো আরো হজ্ব সমতুল্য জুম্মার নামাজ।
ওহে সওয়াবের খাতা পূর্ণ কর,
পড়োরে ঈদের নামাজ জানাজার নামাজ।
আয়রে আয় ভ্রাতৃত্বের বন্ধনে
এক সারিতে ছোট বড় বিশ্ব মুসলিম সমাজ।
ভাগ্যের উন্নয়নে মুক্তির দর্শনে
পড়োরে তারাবি নামাজ তাহাজ্জুদ নামাজ।
নামাজ দেবে সচেষ্ট সহিষ্ণুতা
সত্য, সুন্দর, শান্তি ও কল্যাণের পথ দর্শনে।
নামাজ বিনা আছে কী কোথা
আত্মশক্তি আত্মমুক্তির পাথেয় লক্ষ্যার্জনে?
জীবের প্রেমেই আল্লাহ্ মিলে,
আরো মিলে জিকির ধ্যানে রবকে স্মরিলে।
সৎকর্ম সাধনায় আল্লাহ্ মিলে,
মিলে আল্লাহ্ নামাজ কায়েম করলে দিলে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

