জীবনের স্বপ্ন
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼
জীবনের স্বপ্ন কখনো পূর্ণ হয়, কখনো বা ভেঙে যায়,
জীবন মানে সংগ্রাম, জীবন যুদ্ধে সান্ত্বনা খুঁজে পায়।
মনের মাঝে সুখ কুড়াতে মন বলে এ যেন ইচ্ছেধারা,
মনের মাঝে বেজে উঠুক, যেন অমৃত গান চাঁদ তারা
স্বপ্ন যেমনই হোক না কেন জীবন চলবে আপন গতিতে,
করুণা ধারায় এসো জীবন,
আপনার তরে ওই স্মৃতিতে জীবন যেন প্রভাত, অন্তরে বেজে ওঠে মধুর সুর,
আকাশে যদি মেঘ থাকে যেন বৃষ্টি নেই বেশি দূর।
ভক্তি বাঁধনে জীবন হোক প্রাণের অপরূপ ছবি,
জীবনেরও গানে বেজে উঠুক নতুন প্রভাত রবি।
মনের সেই মর্ম ধ্বনি মনের মাঝে অসীম তবু রহস্য,
মহিমা নিলয়ে জীবন যেন হয়ে ওঠে তব ধারাভাষ্য।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

