কেন বিশৃঙ্খল এত ?
-অসিত ঘোষ
∞∞∞∞∞∞∞
শোনো তবে রাজ্যের এখন যত কথা,
দিকে দিকে শুধু বিশৃঙ্খলা আর ব্যথা।
আকাশে জমছে কেবল কালো মেঘের দল,
শান্তির সলিল আজ হয়েছে যে ঘোলা জল।
পথে-ঘাটে রাজ্যজুড়ে ফেরে অশান্তির ছায়া,
মানুষের মনে জাগে শুধু সংশয় আর মায়া।
অন্ধ আইনের বাঁধন হয়েছে যেন ঢিলে,
ন্যায়ের তরীটা তাই আজ শুধু টলে।
উঁচু স্বরে আজ চলে মিথ্যা-ভাষণ,
সহজ সরলেরা কাঁপে প্রতি ক্ষণ।
প্রশাসনে ফাটল, বিশ্বাস ভঙ্গ আজ,
সুযোগসন্ধানীরা পরেছে নতুন সাজ।
আলোর খোঁজে মন করে হাহাকার,
এ বিশৃঙ্খলতা থামাও, ভগবান, আর।
চাই মুক্তি, চাই শান্তি, হোক সব শেষ,
রাজ্যে জুড়ে সুখে থাকুক আমার দেশ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি–
ছোটবেলায় গ্রামের বড় হয়েছি। এখন দমদম ক্যান্টনমেন্টে বসবাস করি। আমার এক ছেলে একটি মেয়ে। মেয়ে চাই সাইকোলজিস্ট। ছেলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আই আই টিতে সেন্ট্রাল নার্ভের উপর রিসার্চ করছে। আমি কাটোয়া কলেজ থেকে বিএসসি বায়ো সাইন্সে গ্যাজুয়েট। গ্রামের সঙ্গে এখনও সবরকমই যোগাযোগ আছে। এখানে একটি কারখানা করে প্রতিষ্ঠিত হয়েছি। আমি কুকুর বিড়ালদের অনেক ভালোবাসি ও যত্ন করি এটাই আমার জীবন।

