অনুভূতি
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼∼∼
জীবনটা বড্ড এলোমেলো
হয়ে গেছে আজ বুঝি
সদাই স্মৃতির পাতা উল্টিয়ে
কেবল সুখকে খুঁজি।
হৃদয়ে ধরা দিলো স্মৃতির
চোখে এক সকাল
ভাবনার সেতু বন্ধনে আবদ্ধ
ছিলো কত কাল।
কত ঝড় কত বৃষ্টি রোদ্দুরে
একসাথে চলেছি পথ
আমাকে ভুলে সরিয়ে দূরে
মেটালে আশার মনোরথ।
কত বিনিদ্র রজনী কাটিয়েছি
নিজের মনের সাথে
ফাগুনের বসন্তের ছোঁয়া আজও
আছে স্মৃতিতে একসাথে ।
স্মৃতির চোখে এক সকাল
আপন মনের ছন্দ গীতি
যুগ যুগান্ত ধরে ভরা থাক
মিষ্টি মধুর অনুভুতি ।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি -_
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। স্কুল কলেজ পড়াশোনা সব কিছু উত্তরপাড়ায় । কবিতা লিখতে পড়তে খুব ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।

