বিরহ ব্যথা
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈≈
বিরহ ব্যথা পুরনো কথা
হৃদয়ে রয়েছে জমা
তোমার দোষ নেইকো রোষ
করেছি আমি ক্ষমা।
চলার পথে তোমার রথে
কখনো হয় দেখা
চিনবো আমি সেইতো তুমি
মুখের হাসির রেখা।
স্মরণ আছে আমার কাছে
প্রথম প্রেমের গল্প
মধুর হেসে নিকটে এসে
বলেছো আমায় অল্প।
বিরহ ব্যথা গোপন কথা
হয়নি তোমায় বলা
বেদনা তরে পড়লো ঝরে
প্রেমের ষোল কলা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। আন্তর্জাতিক পর্যায়ে কবিতার পাতা ডটকম সুপরিচিত হোক কবির এটাই কাম্য। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে হলে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

