দূরত্বে বোনা প্রেমের ছন্দ
-সুজিত ঘোষ
∞∞∞∞∞∞∞∞∞
দূর হতে তাকে ভালোবাসি,
হৃদয়ে বাজে নীরব বাশি—
চাঁদের আলো ফুঁড়ে এসে
তারই নামে স্বপ্ন হাসি।
কাছে গেলে বুকের ভেতর
কেমন অদ্ভুত কাঁপন জাগে,
ভয় করি—হঠাৎ যদি
হারিয়ে যায় হাতের ফাঁকে।
মেঘের মতো চোখ রাখে,
বৃষ্টি নামে মনে ঢাকে—
তারই কথা ভাবতে গিয়ে
মনটা ভেসে দূরে ডাকে।
দূরে থাকলে নিরাপদ লাগে,
হৃদয় যেন ধীরে ধীরে আগে,
কাছে গিয়ে চোখে চোখে
হারাবারই ভয়টা জাগে।
তারই নামের আলো ছড়ায়
রাতের নরম চাঁদরাতে,
দূর থেকেই তাকে দেখি
নিঃশব্দ অনুভবের বাক্যে।
যদি বলি কাছে এসে
ধরবে কি সে আমার হাত?
নাকি ছুঁতেই মিলিয়ে যাবে
ভাঙা স্বপ্নের সে প্রভাত?
তাই দূরত্বে ভালোবাসা
আমার বুকে রাখে ছন্দ,
দূরে থেকেও তারই মাঝে
খুঁজে পাই শান্তির বন্ধ।
দূরত্ব যদি দেয় ভয়
তবু প্রেম তো অটুট থাকে,
দূর থেকে তাকে ভালোবাসি
হৃদয় শুধু তাকেই ডাকে।
∞∞∞∞∞∞∞∞∞
পরিচিতি:
সুজিত ঘোষ, নাটোর জেলার সদর উপজেলার বসবাস করেন। কবিতা ভালবেসে কবিতা পাঠ করেন ও কবিতা লেখার চেষ্টা করেন।

