বেলা শেষে
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼∼
পরের জমিন
পরের বাড়ি
মহা সুখে থাকবার আশায়
নিয়েছো ভাড়া,
সময় ফুরালে আসবে বিদায়ের তাঁরা।
এই দেহটা তো আমার নয়
মন শরীরের বসবাস
যখন বন্ধ হইবে নিঃশ্বাস।
পাখিটা খাঁচা ফেলে উড়াল দেবে
কোন আপনজন কিংবা প্রিয়জন সাথে না যাবে।
এই হলো প্রতিটা জীবনের নিগুঢ় বাস্তবতা
সহায় সম্পদ পেছনে ছুটলে,
বেলা শেষে একাকী যাবে চলে।
∼∼∼∼∼∼∼∼∼∼
,, কবি পরিচিতি,,
আমি রীনা। সৃজনশীলতার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসি। শহরের মেয়ে হলেও প্রকৃতি আমায় গভীরভাবে টানে ।
সেই টানের অনুভব, অনুভূতি দিয়ে কিছু একটা লিখবার প্রচেষ্টা থাকে। জানিনা কতটুকু সফল আমি। আমার একটি লাইনে যদি পাঠকের মধ্যে আলোড়ন সৃষ্টি করে তবেই সার্থক আমার লেখা। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

