যায় গো দিন চলে
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈≈
পুবের ভানু শেষ আলোকে রক্তশিখা ঢেলে
করুণ হেসে উঁকি দিয়ে গাছের আড়ে মেলে,
ওপার পারে ঘুমের চোখে সন্ধ্যা নামে ধীরে,
ক্লান্ত ডানায় উড়ে চলে পাখিরা ফেরে নীড়ে l
শেষ হলো যে বালকগণের মাঠের যত খেলা
পথের ধুলো উড়ায় তারা ঘরে ফেরার বেলা ;
ঐ যে ছোটে গরুর পাল গাঁয়ের মেঠো বাটে
ধোঁয়ায় ঢাকা খুরের ধুলো,শূন্য পুবের মাঠে l
গাছগাছালির ফাঁকটি বেয়ে শেষ রশ্মি নামে
অস্তাচলের বিষাদ ছায়া আঁধার ভরায় গ্রামে,
পথিক ফেরে বাজার থেকে সন্ধ্যা ছায়া বাটে
কথা বলার নাই যে সময় গাঁয়ের পানে হাঁটে l
ছলাৎ ছলাৎ দীঘির জলে নামে কালো ছায়া,
শেষ পলকে একটু চাওয়া মলিন রবির কায়া,
মাঠের কাজ সাঙ্গ করে ফেরে গাঁয়ের লোকে
ক্লান্তমাখা, অবস পায়ে, ঘুম জড়ানো চোখে !
নদীর বুকে আঁধার নামে মাঝিরা ঘাটে ফেরে
নৌকা বেঁধে, ঘরের পানে যায় যে কূল ছেড়ে,
ভাটিয়ালীর গান ভাসে না মাঝদরিয়ার মাঝে
গাঁয়ের বধূরা জ্বালায় দীপ, শঙ্খধ্বনি বাজে l
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

