ধুঁকছে নেশায় আদর্শ নগর

-পীতবাস মণ্ডল

∞∞∞∞∞∞∞

বইয়ের গন্ধ বিলীন কোথায় !

বোকা বাক্সে শৈশব বুঁদ ,

বিনোদন আজ বিবর্তনের বর্গাদার

পণ্ড পিতার আসল সুদ ।

ধুঁকছে নেশায় আদর্শ নগর

শিক্ষার আকাশে ঘুটঘুটে মেঘ ,

সহজ পাঠের সরসতা উধাও

বর্বরতার শরীরে অশালীনতার উদ্বেগ ।

দেখনদারীর ভারতবর্ষে আজ

নৈরাজ্যের গগনভেদী অট্টহাসি ,

জোর জুলুমে গনতন্ত্র পঙ্গু

মিথ্যের মুন্সিয়ানায় সত্য বাসি ।

ভেকধারী আজ ভূবন কাঁপায়

তুঙ্গে এখন তুমুল ভ্রষ্টাচার ,

শিক্ষার মজ্জা খেলো গ্ৰন্থকীট

নিয়মমাফিক জোরকদমী অনাচার ।

কবির বিশ্ব উঁইয়ের ঢিবি

বিবেক কসাইয়ের ক্রীতদাস ,

মানীর মান লুটছে শয়তান

এ বঙ্গ এখন একটা তুরুপের তাস ।

শিশুর হাতে উচ্ছুন্নের অস্ত্র

সুবিধাবাদী তার ঠিকাদার ,

বেশতো চলছে চমকপ্রদ আত্মতুষ্টি

তবে আর শিক্ষার কি দরকার ?

ঝিমিয়ে পড়া সমাজতন্ত্রে

ভোট পাখিদের দেঁতো হাসি ,

আজকের প্রজন্ম নিতান্ত অসহায়

শপথ ভাঙা নির্লজ্জ কানুন সর্বগ্ৰাসী ।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল, মাতা মালতি মণ্ডল । গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ, জেলা উঃ-২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*