প্রিয় লক্ষ্মীপুর
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
≈≈≈≈≈≈≈≈≈≈
বিতাড়িত শয়তান এলো ধরাধামে
হারানোর বেদনার বেজে ওঠে সুর,
যে জেলার ইতিকথা সুদূর আসামে
ব্রিটিশ বেনিয়াদের সে করুণ সুর।
খন্ড নের মহারাজ্য ভুলুয়া নামে
তারপর হলো নাম সুধারামপুর।
আশির দশকে এসে বঁধুয়ার নামে
চিরচেনা চির জানা প্রিয় লক্ষ্মীপুর।
মার্জিত রুচির লোক কিনে বেশি দামে
সকলের কাছে যেনো দামী কোহিনুর,
কোল ঘেঁসে হেসে হেসে নদীর লাগামে
মুখরিত করে রাখে মেঘনার সুর।
প্রকৃতির লীলাভূমি ভরাট গুদামে
নারকেল সুপারিতে আছে ভরপুর।।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। পিতাঃ মোঃ ফজলুল হক। মাতাঃ সুজিয়া খাতুন। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর, বাংলাদেশ।

