প্রজন্ম
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞∞
সমাজ ছাড়া মানুষ হয়না
আজ সমাজ বিধ্বস্ত ভগ্ন,
কিন্তু উচ্চাসনে বসে যারা
নিজেদের নিয়েই আছে মগ্ন।
ঐক্য, সম্প্রতি, সত্য আজ
প্রায় বিলুপ্ত ক্লান্ত পথযাত্রী,
মিথ্যা আনন্দে করছে রাজ
ঘনিয়ে আসছে কাল রাত্রি।
আগামী প্রজন্ম চলবে কেমনে
ভঙ্গুর পথ আঁধারে আবছায়া,
পথের মাঝে মাঝেই শবদেহ
মানুষ নামের অমানুষের কায়া।
ছোট্ট শিশু হারিয়েছে শৈশব
মনে শিশু হলেও সমাজ,
শেখাচ্ছে নিত্য নতুন বৈভব
সততা হারিয়ে কলঙ্কিত আজ।
জীবন পথে, চলতে হবে
মেরুদণ্ড সোজা করে সদাই,
সমাজই দিচ্ছে দুর্নাম, মিথ্যা
সংশোধনের চেষ্টা করি বৃথাই।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

