ধূমকেতু

-শ্রী ( শ্রীজিতা নাহা চক্রবর্তী)

∼∼∼∼∼∼∼∼∼∼

তুমি এলে উজ্জ্বল ধূমকেতুর মতো,

নীরস জীবনে ছড়ালে আলোর ছটা।

ভাবনার জগতে আনলে প্রবল ঢেউ,

উপলব্ধির আগেই হয়ে উঠলে আপন কেউ।

​বদলে দিলে জীবনের প্রাচীন নিয়ম;

ঠিক-ভুলের দর কষাকষির চেয়ে

কেবল প্রাণভরে বেঁচে থাকাটাই জীবন।

​যখন হয়ে উঠলে নির্ভরতার কাঁধ,

তখনি জীবন আসলে বাঁধল নবীন বাঁধ।

​কিন্তু, ধূমকেতু তো আগুনও লাগায়—

পুড়িয়ে সব ছাই করে দিয়ে যায়।

সেই ছাই তলিয়ে খুঁজে পাওয়া এই জীবন,

কঠোর হতে শিখিয়ে দিলো পাষাণের মতন।

​কল্পনার রঙে ভরতে চেয়েছিলাম যে খাতা,

বাস্তবতার কালি দিয়ে ভরলাম সে পাতা।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

শ্রীমতী শ্রীজিতা নাহা চক্রবর্তী, পেশায় সমাজতত্বের অধ্যাপিকা। জন্ম কলকাতার দমদম, এলাকায়। ১৯৮৩ সনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে স্নাতকোত্তর পাশ।বিগত 17 বছর শিক্ষকতার সাথে যুক্ত।আমার লেখার অনুপ্রেরণা আমার দৈনন্দিন অভিজ্ঞতা, আসে পাশের মানুষজন, আর কিছুটা সখ। লেখিকা হিসেবে আমি বেশ নবীণা। আমার লেখার মধ্যে দিয়ে আমি পাঠক পাঠিকাদের মনের কথা প্রস্ফুটিত করে তুলতে চাই।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*