জাতির কল্যাণে শিশু
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখাপড়া সবার চাই
দেশ জাতির কল্যাণে,
শিক্ষা বিকশিত হোক
শিশুর পঠন পাঠনে।
শিশুশ্রম নিপাত যাক
সকল শৈশব মননে,
বইপত্তর হাতে থাক
শিশুর চরিত্র গঠনে।
পাঠশালা পাঠ যোগ্য
স্থান হোক সবার,
খেলাধুলা পড়াশোনা
সুশিক্ষার আধার।
শিশুদের বাড়ে যদি
শিক্ষা জ্ঞান ভান্ডার,
দেশ জাতি সরকার
তবেই হবে চমৎকার।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী।
জন্মস্থান- গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল
লেখালেখির হাত ১৯৭৮ ।

