জলের অতলে
-হাসান জামান
∞∞∞∞∞∞∞∞
প্রতিটা মানুষের কিছু গোপন দুঃখ থাকে
যা চিরকাল গোপনই থাকে।
প্রতিটা মানুষের কিছু অধরা স্বপ্ন থাকে
যা চিরকাল জোৎস্নাভরা পৃথিবীকে ডাকে।
প্রতিটা মানুষের কিছু একান্ত চাওয়া থাকে
এই অপূর্ণতা নিয়েই মানুষেরা বেঁচে থাকে।
এ সব অপূর্ণতা একদিন শীতনিদ্রায়
বিষন্ন মেঘ হয়ে উড়ে ভূবন ডাঙায়!
গোপন দুঃখ গুলো নক্ষত্র হয়ে জাগে
স্বপ্ন গুলো শুকনো পাতার মতো ঝরে
জলের অতলে সময় ফুরায় অবেলায়
দুখের মুক্তদানা রাখবো কোথায়?
স্মৃতির পাখিরা তবু ভীড় করে মনে
তবু তোমাকেই বলি রংধনু হাতে-
আরোগ্য প্রার্থনা নিয়ে বেঁচে থাকি সংগোপনে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি ঃ
কবি হাসান জামান এর জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। লেখাপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকে লেখা লেখির সাথে জড়িত। কবিতার প্রতি ভালোবাসা আশৈশব।

