হতাশার চাদরে ঢাকা
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কি বা হবে কবিতা লিখে
কি-ই বা হবে বিদ্যা শিখে,
যদি পাঠক নাহি হয়,
আগে পাঠক হতে হবে
তারপরে পড়বে সবে
কথা টুকুন মিথ্যে নয়।
ছিটলে ভাত কাকের অভাব
যেই যেমন যায়না স্বভাব
আজকাল পরিলক্ষিত হয়,
এখন দেখি তার বিপরীত
ভালো মন্দের নাই হিতাহিত
হয়না কারোরই বোধদয়।
আধার গেঁথে বড়শি ফেলি
মাছে দের চলে জলকেলি
এমন হবার কথা নয়,
মাথার ঘাম পায়ে ফেলি
কাগজে কলমেতে খেলি
মন মস্তিষ্ক হলো ক্ষয়।
পাঠক খুঁজি পাগল হয়ে
জ্বলছে শিখা পোড়া হৃদয়ে
পোড়ামনে আর নাহি সয়,
পাঠক বিহীন কবিতা লিখে
টুকরো টুকরো চুড়ছি পিকে
এরচেয়ে মরণ ভালো হয়।।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।

