বিরহ ঢেউ উঠে
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈
মেঘে মেঘে বয়ে গেল বেলা
ফুরিয়ে গেল দিনের খেলা,
বসে আছি একেলা নদীর ঘাটে
হৃদয়ে বিরহ ঢেউ উঠে।
চোখের পলকে নেমেছে সাঁঝ
বেলা থাকতে হয়নি কাজ,
আজ মনের মাঝে বেদনা ফুটে
হৃদয়ে বিরহ ঢেউ উঠে।
আজ ঘাটে নাই তরী হায়
ওপারে কেমন করে যায়,
পাগল মন তার কাছে ছুটে
হৃদয়ে বিরহ ঢেউ উঠে।
আজ বারে বারে বিরহ বেদনা
বুকের মাঝে করে আনাগোনা,
আমার মন প্রাণ সে নিয়েছে লুটে
হৃদয়ে বিরহ ঢেউ উঠে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি ৮নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের সবসময় আন্তরিকতা সাথে কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে বলিষ্ঠ ভুমিকা রাখুক কবির এটাই কাম্য।

