শীতের সন্ধ্যা
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
শীতের সন্ধ্যা, কি সুন্দর সে নীরব গোধূলি বালুকাবেলা,
রাতের বেলায় এলে পাখি, গানের এ সুরে করেছ খেলা।
শীতের সন্ধ্যা বাণী, হেসে ওঠে ওই গোধূলির আপনার,
শীতের আকাশে ভেসে যায় একখানি রৌদ্র যেন তার।
শীতের সকালে পাখির কণ্ঠে ভেসে এলো গানের সুর,
জানি না এই ভালোবাসা, আজ কোথায় কত যে দূর।
সাঁঝের ভালোবাসা এসে প্রাণে দুলে যায় নীল আকাশ,
আজ সাজিয়ে দাও, গানের সুর সে যেন নীরব বাতাস।
শীতের অপরূপ রূপ যেন অনবদ্য প্রেম চিত্তকোষে,
ফুলবাগে সকালে হাজার হাজার পাখি আছে বসে।
শীতের সীমানা ওই দূর আকাশে ভালোবাসার ছন্দে,
নিখিল ভুবনে, সেখানে রয়ে যায় গল্পগুলো আনন্দে।
সাঁঝের বেলায় শীতেরও পাখিদের, মনে ফুলের সুগন্ধ,
নির্জন আকাশে গভীর রাত্রি পাখির বাতাস হলো বন্ধ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম+ পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

