চলার পথে বাঁধা
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈≈≈
জীবনে চলার পথে আসবে অনেক বাঁধা
মনে হবে প্রতিবার জীবনটা গোলকধাঁধা
হার মেনে মুখ লুকিয়ে থেকো না কেউ ঘরে
দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলো মনের জোরে।
ব্যর্থ মনের আবর্জনা সব পুড়িয়ে ফেলে
সুখের সন্ধানে জীবন তরী সাজাও ঢেলে
শিশু বয়স থেকে জীবনে মোদের ব্যর্থতা
একবারে উঠে দাঁড়ানোর পাই নি ক্ষমতা।
হাঁটার শুরুতেই মাটিতে ধড়াস করে পড়া
আবার দেয়াল ঘেঁষে উঠে দাঁড়ানোর ত্বরা
হয়তো ব্যর্থতা দেখে অনেকেই পাবে শান্তি
আসবে জীবনে প্রচুর মন ভাঙার ক্লান্তি।
ব্যর্থতার কথা ভুলে সফলতার কথা ভাবো
ভব সাগর তরণী পারাবার ঠিক হয়ে যাবো
সফলতা অর্জন করতে হলে ধৈর্য শক্তি চাই
সততা তেই নিজের মনে অনেক শান্তি তাই।
ভুলের সাগরে সাঁতার কেটে পাই নি খুঁজে কুল
জীবনে হিসেবের খাতা টায় কেবলই ভুল
প্রতিশ্রুতি ভঙ্গের ব্যর্থতা বড় তীব্র বড় কঠিন
রোজ নামচার ওঠা পড়ায় ঠিক থাক রুটিন।।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –+
আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা আমি। স্কুল কলেজ পড়াশোনা সব কিছু উত্তরপাড়ায়। কবিতা লিখতে পড়তে ভালো লাগে। তাই একটু লেখার চেষ্টা করি।

