হে কর্মবীর
-অশোক কুমার পাইক
∼∼∼∼∼∼∼∼∼∼
হে কর্মবীর,আর একবার জাগো এ ধরণীর পরে,
কর্মমন্ত্রে দীক্ষা দাও সবে, উজ্জীবিত করো নরে,
অলস সময়ধারায় সময় কাটে তিক্ত অলসতায় —
মহান কর্মব্রতে বলিয়ান করো পূর্ণ মানবিকতায় l
সংসার সীমান্তে আজ নিদারুণ অসংলগ্ন যাত্রা,
আজও কুসংস্কারে আচ্ছন্ন কর্মসংস্কৃতির মাত্রা,
জীবনচর্চায় বিচ্ছিন্ন ধর্মান্ধের অসহনীয় পরণতি
গলিত শবের মত খসে পড়ে মূঢ় আত্মা আহুতি l
কোথাও ভাব আন্দোলন নেই,নেই চিত্ত সংস্কার,
বিশাল ওই অন্তরে অপপ্রচেষ্টার গহীন অন্ধকার ;
যুগের এই সন্ধিক্ষণে প্রলুব্ধ বাসনায় ওরা স্থবির,
মনুষ্য চিত্রপটে, গোপন দ্বন্দ্বে চিত্ত চঞ্চল অস্থির l
অশিক্ষা, আঁধারে মানুষ,দিব্যচেতনা প্রয়োজন,
মনুষ্যত্ব,বিবেক, বৈরাগ্য আর আত্মশুদ্ধি বর্জন,
মুক্তির মহামন্ত্রে দীক্ষিত করো মূঢ়, অভাজনের,
আদর্শবান কর্মবীর গড়ো জনহিতে যুবকগণের l
হে কর্মবীর, চেতনা দাও -চৈতন্যহীন নরের মনে,
জাতপাতের বৈষম্য হটাও, অমোঘ বাণীর সনে,
তোমার কর্মযজ্ঞে অবক্ষয় সমাজ দাঁড়াক উঠে
স্বাধীন সত্ত্বা জাগ্রত করুক শান্তির সন্ধানে ছুটে l
হে কর্মযোগী, কামিনী কাঞ্চন ত্যাগী, শুদ্ধ পুরুষ,
পাপীরে শুদ্ধতার আসনে বসাও ফেরাও মন হুঁশ,
সমাধি জ্ঞানের দীক্ষামন্ত্র, দাও মহান কর্মের তরে
তোমার আবির্ভাবে মহাপ্রলয় উঠুক বিপন্ন এ ধরে l
∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা, মানদীপ দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, কবিতার পাতা অনলাইন সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l

