সততার সাথে মানবতাবাদে থাকতে হবে
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼∼
আজ সত্য বললে মৃত্যু হবে মিথ্যায় বাঁচতে পারবে,
এখন সত্য বলবে না মিথ্যা বলবে ঠিক করো সবে।
নৈতিক হলে ঠকতে হবে অনৈতিক হলে জয় পাবে,
ভেবে উত্তর দাও তবে নৈতিক অনৈতিক কই যাবে।
মানবিক হলে ক্ষতি হবে অমানবিক হলে কিছু হবে,
সেবা দেবে না দেবে ভেবেই বলো কোন পথে রবে।
ভালোবাসায় কাঁদতে হবে স্বার্থবাদে হাসতে পারবে,
এটাই বাস্তবিক প্রতিফলন এখন কোন পথ ধরবে।
বিবেকহীন সবে ছোটে গুজবে অন্ধভাবে স্বার্থলাভে,
কী আর করবে কতটুকু করতে পারবে এককভাবে।
জীবন হতে দেখা সবে মুখোশপরা কম বেশী মননে,
দেখিনি কোথাও তাৎক্ষণিক সত্যের বিজয় জীবনে।
তুমি কাঁদবে না হাসবে না ভাববে আগামীর কী হবে,
সত্যের কী হবে না হবে মিথ্যার জয় দেখতে পারবে।
হতাশা বিষন্নতা হতে বলছি না বলছি বাস্তবতা হতে,
আজ বাস্তব এমনই সততা নৈতিকতা নেই গণমতে।
যেমন এসেছিলে তেমন যাবে কিছু নিতে না পারবে,
যা করবে ভবে তা হবে সবে এর বেশি লাভ না হবে।
তৎক্ষণাৎ পটে হয়ত না ঘটে কথা সত্য বাস্তবতাতে,
তবে প্রকৃতি বলে সময় কথা বলে জীবনেরই সাথে।
হারালে কী জিতলে বিবেকের কাছেই দায়বদ্ধ সবে,
তাই সততার সাথে মানবতাবাদে থাকতে হবে ভবে।
আসুক কষ্ট আসুক মরণ না থাক কিছু এই জীবনে,
হাঁটবো সত্যের পথ থাকবো নৈতিকতা নিয়ে ভুবনে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

