লিখবো মনের কথা
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈
মনের অবগুন্ঠনে শুধু তোমাকেই নিয়ে ভাবনা,
অস্পষ্ট ছবি ভালোবেসে লিখবো মনের কথা,
অভিমান ভরা লেখাগুলো তুমি ভালোবাসবে ,
বিরহ ব্যথায় ফুটিয়ে তুলবো কলমের আঁচড়ে।
একমুঠো গাঢ় নীল আকাশ আসছে তোমার পাশে,
যেখানে তোমার আমার প্রতিশ্রুতি আঁচলে ঢাকা।
একমুঠো স্বপ্ন ভেঙে চুরমার মনের চোরাবালিতে,
মনের গহীনে অবচেতন মনে যা গভীর তলে।
একমুঠো ভালোবাসা হঠাৎ হিমশীতল কুয়াশায়,
মিটমিট তারাগুলো আর জোনাকির আনাগোনা।
ভালবাসবো আবেগ জুড়ে রাখবো মনের গহীনে,
দুটো হৃদয়ের একাকার অন্তরে বাহিরে মিলিয়া।
আমার এই হৃদয়ে তোমার নিত্য আনাগোনা,
ভাবনার নেই লিখছি পুরোটাই সত্য মনের গহীনে।
ভালোবাসার ছবিতে আমি লিখবো মনের কথা ,
ভালোবাসার জোয়ারে ভেসে হয়ে যাবে একাকার।
নিপীড়িত মনে একান্তে ঢেউ ভাঙে তরল জীবন।
সম্পর্কের বেড়াজালে দারুন অসময় ফিরে আসে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

