দুর্নীতিতে সেরা আমি
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈
দুর্নীতিতে সেরা আমি তবু মান্যগণ্য,
আমার পোষা কুকুরগুলো চেঁচায় আমার জন্য।
যখন তখন ঘেউ ঘেউ করে আমার অন্ন খেয়ে,
তোতা পাখি, ময়না পাখি গান গায় আমায় নিয়ে।
তাইতো তারা আমার প্রিয় কাজে তা প্রমাণ পাই,
আসলে তো আমি তাদের দুবেলা পেট ভরাই।
তোতা, ময়নার কথা শুনে পেঁচা তো বিষম খায়,
কারণ তাদের একটু হলেও জ্ঞান বুদ্ধির দেখা পাই।
কিন্তু তাতে কোন কাজ নেই বাকিরা সব নির্বোধ,
কুত্তার ঘেউ ঘেউ শোনে তবু দেখায় না যে বিরোধ।
তাতে আমি বেজায় খুশি এটাই আমি যে চাই,
কারণ তাদের লোভ দেখিয়ে সহস্তে আনা যায়।
দু একটা ভাই নির্বোধ যখন লাফালাফি করে,
ডান্ডা মেরে ঠান্ডা করে খাঁচাতে দেই পুরে।
তাইতো সবাই চুপ করে রয় কাঁপে থর থর,
কখন আবার তাদের ধরে রাখবো খাঁচার ভিতর।
ভিত সন্ত্রস্ত হয়ে তারা আমায় মান্য করে,
চারিদিকে বিশৃঙ্খলা সবাই তাতে মরে।
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

