তুমি সুন্দর
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
তুমি সুন্দর তাই চেয়ে থাকি হেমন্ত মনের সে মনোরথ,
ভেজা কুয়াশা সুন্দর আবরণ উদাস হলো এই বনপথ।
তুমি মনের অনুভূতি হেমন্ত, আদর সোহাগ অভিমান,
তুমি হৃদয়ের গল্প পল্লী বাতাস একমুঠো শীতের গান।
হেমন্ত তুমি সোনালি রৌদ্র প্রভাতের ওই আঙিনায়,
আনন্দ অশ্রু আঁখি কোণে, অন্তরের সেই মোহনায়।
তুমি এক জীবনের ভালোবাসা প্রেম উদাস হয়েছে দেশ,
তুমি আনন্দ সারাবেলা, তোমার ভালোবাসার নেই শেষ।
গভীর তৃপ্তি ওই অতিথি পাখির গানের নব কাঁপন,
শীতের ছায়া, আর মিষ্টি রৌদ্র জীবনে কত আপন।
হেমন্ত তুমি এই সুন্দর প্রকৃতির হাজার খুশির দান,
তুমি উদাসী চাঁদের হাসি, অমৃত অনবদ্য আহ্বান।
নীল সমুদ্রের শীতল ঢেউ তুমি নীরব অন্ধকার রাতে,
তুমি যেন নতুন সমুদ্র প্লাবন, ভালোবাসা নীরব হাতে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

