এক পায়ের ছাপ
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
≈≈≈≈≈≈≈≈≈≈≈
একপদী লোক দেখি অপলক
আমার সামনে খাড়া,
হতে পারেনা স্থির বড় অস্থির
চলার ভীষণ তাড়া।
ঠকঠক করে সারাদিন ধরে
ঘুরিয়ে বেড়ায় পাড়া,
সালাম দিয়ে সালামি নেয়
করিয়া পাগল পাড়া।
দোকানে দোকানে সে হনহনিয়ে
কথা বলে মন কাড়া,
এক পায়ে দাঁড়িয়ে খুঁটি বিহীন
যায় নাকো টাকা ছাড়া।
এক পায়ে ভর অদেখা সচরাচর
ওরে ও ভাই একটু দাঁড়া,
ঐ মুখটা ফিরাও একটু জিরাও
তোর কীসের এতো তাড়া?
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। পিতাঃ মোঃ ফজলুল হক বেপারি। মাতাঃ সুজিয়া খাতুন। গ্রামঃ দক্ষিণ রায়পুর, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর,বাংলাদেশ।

