খুব জানতে ইচ্ছে হয়

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞

ওগো আজ কতদিন হয় দেখিনা তোমায় প্রিয়,

খুব জানতে ইচ্ছে হয় কেমন আছো তুমি প্রিয়।

আজ কতদিন শুনিনা সে কণ্ঠ দেখিনা সে মুখ,

আজও মননে স্বপনে খুঁজি সে হাসি সে চোখ।

সময়ের পরিক্রমায় হয়তো বয়ে যায় কত ঝড়,

অনিচ্ছায় অনাকাঙ্ক্ষিতভাবে বুঝি ভাঙ্গে ঘর।

ছিলে নীল শাড়িতে তুমি আকাশের সাদা মেঘ,

গাঁদা ফুলে তোমার এখনো কী বহে ভাবাবেগ!

মনে কী পড়ে সোনালী দিনের সোনালী অতীত,

মুক্ত আকাশের নীচে মন খুলে গাইতে সংগীত।

ষাট বসন্ত পেরিয়ে আজও ইচ্ছে করে জানতে,

কতদিন হয় কেন আস না আজ আর এ পথে।

কভু মনে হয়, কভুও কোথাও কী হয়েছিল ভুল,

এভাবে না হয়ে ওভাবে হলে হয়তো ফুটত ফুল।

কভুও কী ঝরে যায় আঁখি জল নীরবে নির্জনে,

রক্ত ঝরে অব্যক্ত অসহ্য বেদনায় হৃদয় গহীনে।

সে বৃক্ষ আর নেই, সে মাঝি নেই, নেই সে ঘাট,

আছে পাশাপাশি বসা স্মৃতিময় সেদিনের মাঠ।

বদলে গেছে সকল কিছু সময়ের স্রোতে আজ,

তুমি কী বদলেছ না পূর্বের মত আছো বিরাজ!

আসছো না হাসছো ফুলে ফুলে তারায় তারায়,

আজ কতদিন হয় ভেবে ভেবে বেলা বয়ে যায়।

জানতে ইচ্ছে হয় সত্যই কী প্রেম শুধুই কাঁদায়,

স্মৃতিগুলি স্বপ্ন হয়ে কেন যে ফিরে ফিরে চায়।

∞∞∞∞∞∞∞∞

সংক্ষিপ্ত পরিচিতিঃ

কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*