বাংলা জন্মভূমি
-মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
শীতের ভোরে বাংলার রূপ দেখতে অপরূপ,
ডালিম শাখে শ্যামা বসে আছে একবারে চুপ।
ছেঁচড়া ডগায় তা ধিনা ধিন্ নাচে ঘাস ফড়িং,
ঝাউ গাছের ডালে দোয়েল করে তিড়িং বিড়িং।
বাদাম গাছে চড়ে কাঠবিড়ালি বাদাম খায়,
পুঁইমাচে ঘুঘু বসে ঝুমুর তালে গান গায়।
কিশোর এক ডিঙা বায় ধান সিঁড়িটির জলে,
বক এক মাছ শিকার করে জলের অতলে।
নদীর কূলে কলমিলতা সাপের মতো দোলে,
খোকাখুকু নিত্য করে খেলা মালঞ্চলতা তুলে।
জলকে বধূ কলসি কাঁখে আসে নদীর ঘাটে,
সূর্যিমামা লাল শাড়ি পড়ে এক্ষুনি যাবে পাটে।
খেয়াঘাটে ভীড় করেছে হাটের যতো লোক,
আঁধার কেটে জোছনা নামে হাসে চন্দ্রালোক।
রাতে জেলে ডিঙায় আলো জ্বলে মিট্ মিট্ করে,
বুড়োবুড়ি একলা থাকে ঘাংঘুর নদীর চরে।
কিশোরী আনমনে গাঁথে শিউলি ফুলের মালা,
কিশোর খুশি গাঁয়ের মাঠে হবে তো যাত্রা পালা।
বাংলা আমার প্রানের প্রিয় বাংলা জন্মভূমি,
বাংলা ভালোবেসে আমি তার চরণ সদা চুমি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
কবি মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ৪ঠা এপ্রিল ১৯৬৮ইং খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা মৃত আবদুল জলিল ভূঁইয়া ও মাতা মোসাঃ ছালেহা বেগম।
তিনি ঢাকা কলেজ থেকে ১৯৯৩ ইং সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। বর্তমানে চান্দিনা মোকাম বাড়িতে তার নিজ বাসভবন ‘কুহক’ এ স্থায়ীভাবে বসবাস করেন। তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য গ্রুপে লেখালেখি করে থাকেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক ও শিক্ষক।
মেঘলা আকাশে পূর্ণিমা চাঁদ, নীলার মনে নীল দুঃখ, আলোয় ফেরার রইলো নিমন্ত্রণ, তিমির বিনাশী বাতিঘর, মন গহীনে পোড়ে মন, এক অকিঞ্চন আত্মভোলা ও অতিক্রান্ত স্টেশনের গল্প’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি। এছাড়া তার আরও অনেক যৌথ কাব্য গ্রন্থ ও গল্প গ্রন্থ রয়েছে।

