হারানো সুখের খোঁজে

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈≈≈

ভালোবাসার সুখ পাখিটা হারিয়েছে বোধহয়

হাতের মুঠোয় রাখবো সুখ খুঁজি হেথায় হোথায়

ভাঙল হৃদয় হাটের মাঝে ঝাপসা স্মৃতির পটে

দুর্বল মনের কোণে কতই না ঘটনা ঘটে।

খোলা হাওয়ায় শূন্যে ভেসে খুঁজতে থাকি সুখ

চোখের সামনে ভেসে ওঠে ছেলেবেলার মুখ

হারিয়ে যাওয়া নানান সুখের স্মৃতির ঢেউ

মনের কোণের খোঁজ রাখে না তো কেউ ।

অনেক দিনের অনেক কথা শুধুই মনে পড়ে

বেদনা ভরা ব্যাকুলতা অন্তর থেকে ঝড়ে,

সুখে মিলেমিশে একসাথে পরিবারে থাকা

ক্ষণিকের তরে আজ সব পড়েছে ঢাকা ।

সংসারের নাগর দোলায় সদাই সংশয়ের ঠেলা

তোমার প্রেমে আঘাত লয়ে হয়েছি অবহেলা

সুখের খোঁজ করতে গিয়ে বেড়েছে লেনাদেনা

টাকার পাহাড় থেকেও টাকায় সুখ যায় নাতো কেনা ।

খেয়ালী মন স্বপ্ন দেখে রাত দিন লোভের আশায়

আনন্দ বিষাদের সুর বাজে ঝঙ্কারের ভাষায়

খেলাঘর বেঁধেছি মোরা শুকনো পাতার নীড়ে

ভালোবাসার সুখ পাখিটা হারিয়েছে কোন তীরে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি —–

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। আমি একজন গৃহবধু। ছোটো বেলা কেটেছে আমার উত্তরপাড়াতে। স্কুল কলেজ পড়াশোনা খেলাধুলা সব উত্তরপাড়াতে। কবিতা আমার ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে আমি কলিকাতায় বসবাস করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*