আমি শুনেছি সেদিন
-প্রকৌঃ মোঃ মনসুরুল হক
∼∼∼∼∼∼∼∼∼∼∼
৭১ শুনেছি সেদিন মুক্তি লড়াই
মুক্তিযোদ্ধা দের অস্র হাতে
দেশ স্বাধীন করতে মুক্তিবাংলা
স্বাধীন বাংলা আমার দেশ।
সেই ধ্বনিতেই দেশ প্রেমিকেরা বাংলার মানুষকে বুঝিয়াছে,
হানাদানের রাজত্ব এখন শেষ
নিরস্ত্র মুক্তিকামী মানুষের দৃড়।
হানাদেরের কাছ ফিরে পেতে
আমার সোনার স্বাধীন বাংলা,
শুনেছি একাত্তরের ইতিহাস
পরাধীন বাংলা আমার স্বাধীন।
নজরুলের কবির কবিতায়
স্বীকৃত নজরুলের বাংলাদেশ,
সোনার বাংলা গর্জনের গান
রুপসী বাংলা রুপের নাই শেষ।
বাংলা ভাষা উর্দু থেকে তাড়িয়ে
মুখে কইতেযে বেশ লাগে বেশ,
সেই বাংলাই আমার প্রিয়দেশ
শুধু রচনায় নয় কবিতার ঝড়।
আমিতো শুনেছি ৭১ এর গল্প
যারা দেশের জন্য দিয়ে ̈করে,
নিজ জীবন করেছে আত্মদান
তাইতো পেলাম সোনার বাংলা।
সেই বাংলাই আমার দেশপ্রাণ
আমিতো পড়েছি যুদ্ধের গান,
অসমাপ্ত গল্পের জীবন কাহিনী
দেশের জন্যে হয়েছে পরিবার।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
মোহাম্মদ মনসুরুল হক, সহকারী প্রকৌশলী, আয়েশা মহল, শান্তিবাগ (আ/এ),দুর্বার- ১৮৯/৭, কলাপাড়া, সদর সিলেট। আমার একক ও যৌথ অনেক বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে অনেক কবিতা আবৃতি ও গান প্রকাশ হয়েছে। একক সম্মানায় প্রায় ২০০ কবির কবিতা *নিরব দহন* বইটি আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। আরও ভালো মানের কবিতা উপহার দিতে সকল কবির দোয়া চাই।

