দোষ দেবো কার
-পীতবাস মণ্ডল
∼∼∼∼∼∼∼∼∼∼∼
পৃথিবী সহ অসুস্থ সবাই
বেহায়া অর্কিডে করেছে অতিষ্ট ,
সত্যের নামে শাপদের চাতুরী
কচি পাতার সম্ভ্রম নষ্ট কীটের লালায় অনিষ্ট ।
মান্ধাতা বোধহয় ছিল অনেক ভালো
অতিরঞ্জনে এতো কীসের ইঙ্গিত ,
পদে পদে পামর চিবিয়ে খায় ভরসা
নীতিহীনের নর্দমায় নবীন হারায় সম্বিত ।
দোষ দেবো কার, সবে নির্বিকার
ভর্তুকির জ্বরে বিবেক বড় বধির ,
মুর্খের তত্ত্বাবধানে ন্যায় ধূলিসাৎ
শৃংখলা লোপাটে লোলুপ অধীর ।
বিদ্যালয় আজ শয়তানের গোরস্তান
মসির চাইতে অসির জয়জয়কার ,
শান্তি উৎখাতে শকুনীর ষড়যন্ত্র
ধর্মের দোহাই দিয়ে পাষণ্ড চালায় অত্যাচার ।
নেশার পারদ ঊর্ধ্বমুখী এ সমাজে
নষ্ট অভিলাষায় মত্ত মানব যন্ত্র ,
বিপ্লবীর অবদান নস্যাৎ করেছে শয়তান
এ সময় অন্ধা কানুন গন্ধা গনতন্ত্র ।
নীতিভ্রষ্টের দৌরাত্ম্যে দুনিয়ার দুর্দশা
মুখ আর মুখোশের কুটিল চক্রান্ত প্রগাঢ় ,
নাব্যতা হারিয়ে শৈশব নতজানু
স্বার্থের পরাকাষ্ঠে আগামী দুর্বোধ্য দুর্বিসহ ।
চোখ ধাঁধানো চিচিং ফাঁকের চটুল চর্চায়
ঐক্যবদ্ধ করতালির সম্মিলিত সম্বোর্ধনা ,
সবাই রপ্ত দুষ্টের সন্তুষ্টিকরণে
ভাববার নেই কেউ মন্দ ভালোর তুলনা ।
প্রতিবাদের গায়ে সমঝোতার চাদর
শকুনে শৃগালে চেটে খায় বর্বরতা ,
অধর্মের গোডাউনে হয় ধর্মের মণ্ড পেশাই
মিথ্যের মগজ ধোলাইয়ে নির্বোধ মানবতা ।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল, মাতা মালতি মণ্ডল । গ্ৰাঃ+ পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

