ডিসেম্বরের প্রতিধ্বনি
-ডাঃ তানভীর হাসান তানিম
(১৬ই ডিসেম্বর — বিজয় দিবসের শ্রদ্ধা ও স্মরণে)
∞∞∞∞∞∞∞∞∞∞
তিমির-বিদারী ডিসেম্বর—
সবাই স্মরণ করে,
নব স্বপ্নে জাগে অন্তর—
রাঙা আলোর ভোরে।
বাঙালির ত্যাগ-তিতিক্ষার—
রক্তে ভেজা পথ,
সবার তরে দেশ গড়ার—
অগ্নিদীপ্ত শপথ।
ভালোবাসায় আজীবন—
স্বাধীনতার স্মৃতি,
পুষ্পমালায় শ্রদ্ধা জ্ঞাপন—
সকল শহীদ প্রতি।
এই ইতিহাস হৃদয়-মাঝে—
স্বর্ণাক্ষরে থাকবেই ,
নীল আকাশে; লাল-সবুজে—
বিজয় পতাকা উড়বেই।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি :
ডাঃ তানভীর হাসান তানিম; একাধারে একজন চিকিৎসক, মেডিকেল কলেজ এর শিক্ষক এবং সৃজনশীল কবি। ময়মনসিংহ জেলার কাব্য শিল্প-সাহিত্যের ঐতিহ্যের সংস্পর্শে বেড়ে উঠা। তার প্রকাশিত স্বরচিত কবিতা পেয়েছে নানাবিধ সম্মাননা। বিভিন্ন সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে আবৃত স্বরচিত কবিতা পেয়েছে ভুয়সী প্রশংসা ও পাঠক শ্রোতার সম্মান- ভালোবাসা।

