প্রেম পাবে

-মীর সেকান্দার আলী খোকা

∼∼∼∼∼∼∼∼∼∼

একটা রাতের একাংশের অবয়বে আমি,

পৃথিবী অথবা সূর্যের মতো ঘূর্ণায়মান

আলোর বিপরীতে পথ ঘুরি।

বয়রা কান আযানের ধ্বনি শোনে না,

শোনে না শঙ্খ সুর-চার্চের ঘন্টা ধ্বনি

প্যাগোডার আমন্ত্রণ।

বৃক্ষের পত্র ঝরে পাড়ার খসখস শব্দ যে শোনে না

উদাস-আনমনা,বোঝেনা প্রকৃতি।

ওখানে কান্না আছে প্রকৃতি বাজে গোপন কুটিরে,

পৃথিবীর পথ অনেক হেটেও

ধূলিকণা সঞ্চয় করে না কেউ, কেউ করে।

উদ্ভট-রা চিরকাল উদ্ভট,

তামাশা খোঁজে স্বপ্নে-স্বর্ণের মাঝে।

ধুলির মাঝে কেউ স্বর্ণ খোঁজে,কয়লার মাঝে খোঁজে হীরা।

তুমি পাবে না বন্ধু স্বপ্নের দেখা, আগে শেখো স্বপ্ন দেখা,

কর্মের কাছে ফিরে যাও নিয়তির কাছে নয়,

নিয়তিকে ভাঙতে শেখো,গড়তে শেখো স্বপ্ন।

আলোর বিপরীতে নয়,রাতের অবয়বে নয়,

অন্ধত্বের পথে নয়, খোলা কানে আযান শোনো,

শঙ্খ সুর, চার্চের ঘন্টা ধ্বনি,

প্যাগোডার আমন্ত্রণ গেঁথে নিও মনে, প্রেম পাবে।

যদি প্রেম ভেঙে শ্বাস পেতে চাও, বিসর্জন দিও যৌবন,

প্রেম ঘুরবে তোমার পাছে,তুমি ঊর্ধ্বে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। ৫ ভাই ৩ বোন, কবি সপ্তম। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত। সাংসার জীবনে কবি দুই কন্যা সন্তানের জনক, প্রকাশিত কাব্যগ্রন্থে সংখ্যা ৩টি, সরকারি চাকুরী থেকে বর্তমান অবসরে, কবির পিতা একজন সরকারি চাকুরে ছিলেন। পূর্বে দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা দিনাজপুর+সংজ্ঞা সাহিত্য। সাপ্তাহিক জনরব+আলপনা সাহিত্য ঠাকুরগাঁও। প্রিয়তমেষু এবং মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন ঢাকা। বর্তমানে কবিতার পাতা সহ আরো অনলাইন সাহিত্য পত্রিকায় লিখছেন। ইতিমধ্যে কবি, জাতীয় কবিতা মঞ্চ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন, স্বরলিপি এবং কবিতা সাহিত্য গ্রুপ থেকে একাধিকবার সাহিত্য স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট পেয়েছেন, সাহিত্যের স্বীকৃতি স্বরূপ কবি ২০২৫ সালে কবি জহিরুল হক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। স্থায়ী নিবাস জেলা সদর ঠাকুরগাঁও, কবি সকলের দোয়াপ্রার্থী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*