আজ তুমি নেই
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
বটবৃক্ষের ছায়ার ই মতোন
নীরব নিয়েছ একা,
অভাব কখনো দাওনি বুঝতে
তোমার কাছেই শেখা।
আড়ালে ঢেকেছো নিজের দুঃখ
দাওনি বুঝতে কিছু,
উদার হস্তে বিলিয়ে গেছো
দাঁড়িয়ে সবার পিছু।
নিজের জন্য রাখোনি কিছুই
সবটুকুই দিয়েছো ঢেলে,
খালি হাতে থেকে প্রাণখুলে হেসে
সুখ সাগরে ভাসতে শেখালে।
আজ তুমি নাই , নিয়েছো বিদায়
না ফেরার’ই ঐ দেশে,
ঘরের ভিতর তোমার স্মৃতি খুঁজি
ছাদ হারা আফসোসে!!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
গোপীবল্লভপুর/ ঝাড়গ্রাম/ পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষের কবি শ্রী স্বপন কুমার দাস পিতা সন্তোষ কুমার দাস মাতা কল্যাণী দেবীর দ্বিতীয় সন্তান একজন ব্যবসায়ী হলেও সাহিত্য অনুশীলনের সাথে ১৯৭৮ সাল থেকে যুক্ত বিভিন্ন কাব্যগ্রন্থে ওনার লেখা প্রায় ১৩০০ উপর ও দুটি একক কাব্যগ্রন্থ উত্তোরণ ও শব্দ তোরণ প্রকাশ ইতিমধ্যেই করে ফেলেছেন। পরবর্তী কালে উনার একক কাব্যগ্রন্থ ও যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করার ইচ্ছে আছে।

