হৃদয়ের গহীনে
-আশীষ খীসা
∞∞∞∞∞∞∞∞∞
নীল আকাশ জুড়ে ভাসছে শুভ্র মেঘের ভেলা,
নীল দিগন্ত জুড়ে বসেছে অপরূপ প্রকৃতির মেলা।
মহাশূন্য জুড়ে চলছে শাশ্বত নিয়মে লুকোচুরি খেলা,
নায়ক নায়িকা বেশে বুড়োবুড়ি কাটাচ্ছে আনন্দে বেলা।
নির্মল ও স্বচ্ছ মন মাতানো পরিবেশ ও আবহাওয়া,
চাহিদার শেষ নেই এই বয়সেও অন্তহীন কত চাওয়া।
প্রকৃতির খোঁজে নেই বুড়োবুড়ির সঠিক খাওয়া-দাওয়া,
এভাবে মাঝে মাঝে হয় হঠাৎ অজানার পথে যাওয়া।
সময় কাটে ভালো মন হয় পবিত্র ও আনন্দে শিহরিত,
মনের সুপ্ত সুবৃত্তিগুলো উত্তাল তরঙ্গে করে দোলায়িত।
অপূর্ব নান্দনিক দৃশ্যের ছোঁয়ায় আবেগ হয় প্লাবিত,
খুশির দোলায় বুড়োবুড়ি হয় মাঝে মাঝে মোহিত।
মান,অভিমান,ক্ষোভ,লোভ,লালসা হয় অপসারিত,
সময়ের সাথে মনের দর্পণে অনুভূতি হয় সঞ্চারিত।
দূর্বল চিত্ত পূর্ণিমা চাঁদের মত হয় হঠাৎ আলোড়িত,
স্বপ্নেরা হৃদয়ের গহীনে মন পবনে হয় সঞ্চালিত।
হৃদয়ের গহীনে মাঝে মাঝে বাজে সুরেলা ছন্দ ও সুর,
নীলাভ রঙে নীলাচলে সজোরে তরঙ্গায়িত হয় ওই দূর।
প্রেম ও ভালোবাসা জমে বুড়োবুড়ির গহীন হৃদয়ে,
উষ্ণ পরশে ঘুরপাক খায় প্রেম কাননে নির্দিষ্ট বলয়ে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি একাধারে কবি,সাহিত্যিক,ছড়াকার,গীতিকার, গায়ক ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।

