বিজয়ের আবেশ
-রীনা
∼∼∼∼∼∼∼∼∼
আমি প্রকৃতির বুকে
কান পেতে শুনি
পরিবর্তনের হাওয়া
একটু একটু গুনি।
শীতের হিম হিম আবেশে
মগ্ন এ ধরাশয়
বিজয়ের আনন্দ ধারায়
আপ্লুত হোক প্রতিটা হৃদয়ে
লাল সবুজের পতাকায়
স্বাদ অনুভত হোক
প্রতিটা মানুষের স্বাধীনতায়।
চিন্তার স্বাধীনতা
কথা বলার স্বাধীনতা
মাথা উচু করে বাচার স্বাধীনতা
কলম হাতে নিয়ে
মনের না বলা কথা লিখবার স্বাধীনতা
প্রকাশিত হোক বিজয়ের স্রোত ধারায়
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি।
নাম রীনা। পুরান ঢাকার আমার জন্ম। সাহিত্যর প্রতি ভালোবাসা আমার লেখার অনুপ্রেনা ভালো থাকবেন সবাই ধনাবাদ.

