গোপনের প্রকাশ

-রবিন রায়

∼∼∼∼∼∼∼∼∼∼∼

তোমার পেটের কথা, পেটেই থাক,

ধীরে ধীরে বেড়ে উঠুক পুষ্টি পেয়ে;

কে দাতা, কেবা ধাত্রী,

কখন কিভাবে? এসবে আমার আর কি?

যার পেট সেই বুঝবে ভার,

নড়াচড়া কমে আসবে আপনিই,

যার খুশি সে নিয়েছে আনন্দ লুটে,

যেজন ব্যথী হবে,সে পড়বে ভূমিতে টুটে।

আমি কেনো করতে যাই –

অনিচ্ছুক অ্যাবোশন,

জঠর যন্ত্রণা ভোগো, আমার নেই টেনশন।

বিজ্ঞতার নজর দেখে ,মাতৃ প্রাণের ঝুঁকি ;

আমি ভগবান তো নই, তাই কেমনে রুখি?

ভালো হোক কিংবা মন্দ,জন্মটা তো হোক,

কাটিয়ে সমস্ত রোখ-ঝোঁক,

প্রসবিত হবে নবজাতক।

ঢেকে ঢুকে কত গোপন রাখবে?

সময় হলেই ঘটবে সেই গোপনের প্রকাশ।

সেদিন কোথায় যাবে? মুখ লুকাবে বলো কিসে?

লজ্জা কি হবে না সেদিন কুকর্মের পাতক বিষে?

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি :–

কবি রবিন রায়, পশ্চিম ধনিয়া, মাসুন্ডা, আমডাঙ্গা, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বঙ্গ, ভারতবর্ষের নিবাসী। তিনি সম্প্রতি (২০২৪) লেখালেখি শুরু করেছেন। তার প্রথম লেখা ” ভাবের চাঁদ “পরিচয় শিশু সাহিত্য এ প্রকাশিত হয়। এছাড়াও আরো অনেক কবিতা উক্ত পত্রিকায় প্রকাশিত হয়েছে। ” আত্ম পরিচয় ” নামক কবিতাটি “মুক্তকথন ‘ পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া আরো অনেক পত্রপত্রিকায় কিছু সংখ্যক কবিতা প্রকাশের জন্য মনোনীত হয়েছে যেগুলি খুবই শীঘ্রই প্রকাশ লাভ করতে চলেছে। এই পত্রিকায় তার প্রথম প্রকাশ হলো ” দুঃখের গীতালি ”

কবিতায় মাধ্যমে। আগামীতে আরো সৃজনশীল শিল্পকলা দিয়ে সম্বৃদ্ধ করবেন এবং হবেন। কালের স্রোতের বহমানতার সাথে দেখা যাক কি কি ভেসে আসে। দর্শকমণ্ডলীর বিচার এবং মন্তব্য তার বিশেষ ভাবে কাম্য। পাঠকের হৃদয়ে কতখানি জায়গা করতে পারলেন সেই অনুভব জানতে ভীষণ ভাবে আগ্রহী। সমগ্র বাংলাভাষী পাঠক/পাঠিকা সহ সকল অ্যাডমিন এবং মডারটগণকে কবির শ্রদ্ধাশীল প্রণাম রইল, আশা রাখেন সকলের সহৃদয় সহযোগিতা পাবেন সদা সর্বদাই ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*